বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৭

ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক সারাদেশে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে দুদক টিম ক্রীড়া পরিদপ্তর থেকে অভিযোগ সংশ্লিষ্ট আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করে এবং প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পায়। সংগৃহীত পূর্ণাঙ্গ রেকর্ডপত্র পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

একই দিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুয়া ব্যয় দেখিয়ে অস্ত্রোপচার ও অপারেশন থিয়েটারের খরচ বাবদ কয়েক কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ এবং রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, ওয়ার্ড ও ক্যান্টিনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে টিম রোগীদের খাদ্য সরবরাহে অনিয়মের প্রমাণ পায়। এছাড়া এমএসআর পণ্য ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র, বিল-ভাউচারসহ গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। 

অপরদিকে, গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্প বাস্তবায়ন ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।

অভিযানকালে দুদক টিম বিএআরআই-এর অধীনে মোট ১৭টি বিভাগের সকল গবেষণা প্রকল্প ও নিয়োগ প্রক্রিয়ার তথ্য সংগ্রহ করে। সংগৃহীত সামগ্রিক রেকর্ডপত্র একযোগে পর্যালোচনা শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।