শিরোনাম
সিলেট, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের সিলেট অংশের জমি অধিগ্রহণ প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।
আজ মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান।
জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন নির্মাণে সিলেট অংশের কাজ জমি অধিগ্রহণের কারণে দেরি হচ্ছে। সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেটে এসেছিলেন, আমরা বৈঠক করেছি, আশা করছি- দুই থেকে তিন মাসের মধ্যেই সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। তিনি জানান, ইতোমধ্যে বিদ্যুৎ ও গ্যাসলাইনসহ ইউটিলিটি সেবার লাইন সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।
প্রসঙ্গত, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের জন্য সাতটি জেলা থেকে ৮২৯ দশমিক ৮৩ একর জমি অধিগ্রহণ করার কথা।