শিরোনাম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন অপরাধ সংগঠনের দায়ে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেনের উপস্থিতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ নয়জন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন।
আজ কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির দেখানো হলে আদালত তাদের হাজিরা গ্রহণ করেন বলে বাসসকে নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি।
তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার পৃথক মামলায় আজ আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। পরে আদালত তাদের হাজিরা গ্রহণ করেন।
মাঈন উদ্দিন আরও জানান, হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরি আদালতে উপস্থিত থেকে ভার্চুয়াল হাজিরা তদারকি করেছেন। পাশাপাশি হাজিরা কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
হাজিরা দেওয়া অপর আসামিরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম ও পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান।