বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

রাকসু নির্বাচনের প্রচারণা শুরু

রাকসু নির্বাচনের প্রচারণা সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ছবি: বাসস

রাজশাহী, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল কাউন্সিল এবং সিনেট-২০২৫-এর ছাত্র প্রতিনিধিদের বহুল প্রত্যাশিত নির্বাচনের প্রচারণা সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাকসু নির্বাচনের প্রচারণা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

বিধি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচারণা চালানোর অনুমতি রয়েছে। নির্বাচনী প্রচারণায় প্রার্থী এবং নিবন্ধিত ভোটার ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিষিদ্ধ।

নির্দেশিকা অনুসারে, প্রচারণার উপকরণ বলতে শুধুমাত্র ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার আকারের কালো-সাদা পোস্টার ব্যবহার করা যাবে। দেয়ালে লেখা বা অননুমোদিত পোস্টার প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে লাউডস্পিকার কেবলমাত্র প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি সভায় ব্যবহার করা যাবে।

নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম।

প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক সেতাউর রহমান বাসসকে  জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসু'র জন্য ২৪৮ জন, ১৭টি হল কাউন্সিলের জন্য ৫৯৭ জন এবং সিনেট আসনের জন্য ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হল কাউন্সিল নির্বাচনে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি মহিলা হলের মধ্যে, ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ করা হয়।

১১টি ছাত্র ছাত্রাবাসের ১৭ হাজার ৬০০ জন এবং ছয়টি ছাত্রী ছাত্রাবাসের ১১ হাজার ৩০৫ জনসহ মোট ২৮ হাজার ৯০৫ জন শিক্ষার্থী নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাকসু, হল কাউন্সিল এবং সিনেট নির্বাচনে মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

২৫শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছরের ব্যবধানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিত্বের পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে সাড়া ফেলেছে।

প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে, যা ক্যাম্পাসকে গণতন্ত্রের একটি প্রাণবন্ত এবং উৎসবমুখর ময়দানে রূপান্তরিত করেছে।