বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫

জাতীয় সনদ ঘোষণা ও সময়মতো জাতীয় নির্বাচন আয়োজনের দাবি খেলাফত মজলিসের

ছবি: খেলাফত মজলিসের ফেসবুক পেইজ

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই জাতীয় সনদ-২০২৫ দ্রুত ঘোষণা ও এর আইনি ভিত্তি প্রদানসহ সময়মতো নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।

আজ দুপুরে রাজধানীর পল্টন কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের লিখিত বক্তব্য পাঠ করে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, দক্ষিণ মহানগর সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ কেন্দ্রীয় মজলিসে শুরা, যুব মজলিস ও শ্রমিক মজলিসের নেতৃবৃন্দ।

ড. আহমদ আবদুল কাদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘ আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ-২০২৫ প্রণয়ন করেছে, যা এখন সকল পক্ষের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় বর্তমান সরকারকে দ্রুত সনদ ঘোষণা করে এর আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং এর আলোকে পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ সমান ও স্বচ্ছ রাখা, কালো টাকা ও অবৈধ অস্ত্রের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। এছাড়া দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

ড. আহমদ আবদুল কাদের দেশবাসীকে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও নতুন বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে সবার সহযোগিতা অপরিহার্য।