বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

পরিবেশ সচিবের মায়ের মৃত্যুতে উপদেষ্টার শোক

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের মা রাহাতুন নেছা সোমবার সকালে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি এক পুত্র ও ছয় কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাহাতুন নেছা দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন।

সচিব ড. ফারহিনার  মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রাহাতুন নেছার প্রথম জানাজার নামাজ সোমবার বাদ জোহর সচিব কোয়ার্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়  জানাজা বাদ আসর মিরপুর-১ এ অবস্থিত কাজিফুরী জামে মসজিদে (শাহ আলী থানার অপজিটে) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।