বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬

ইন্দোনেশিয়ান নাগরিককে হারানো ব্যাগ ফিরিয়ে দিল শাহ আমানত কর্তৃপক্ষ

ইন্দোনেশিয়ান নাগরিককে হারানো ব্যাগ ফিরিয়ে দিল শাহ আমানত কর্তৃপক্ষ। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ইন্দোনেশিয়ান নাগরিকের ব্যাগ ১২ দিন পর স্থানীয় এজেন্টের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ আগস্ট বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করে নিরাপত্তা শাখায় জমা করা হয়। দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা পলাশ সাহা ও তারেক জিয়া উদ্দিন সেটি স্ক্যানিং করে ভেতরে থাকা সামগ্রীর তালিকা তৈরি করেন। 

ব্যাগে একটি ল্যাপটপ, মেডিসিন, গেমিং ডিভাইস, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং নথি পাওয়া যায়। নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ব্যাগটির মালিক ইন্দোনেশিয়ার নাগরিক অ্যাডে মোখাম্মদ। যিনি জাহাজে কেবিন ক্রু হিসেবে কর্মরত।

প্রায় ১১ দিন কেটে গেলেও ব্যাগটির কেউ খোঁজ না করায় নিরাপত্তা শাখার আরেক কর্মকর্তা মো. বাদশা ফয়সাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্দোনেশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসন্ধান চালিয়ে সফলভাবে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

পরবর্তীতে ব্যাগে থাকা নথিপত্রের ছবি দেখে মালিক অ্যাডে মোখাম্মদ তার হারানো জিনিসপত্র শনাক্ত করেন এবং বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানান। অবশেষে ১৩ সেপ্টেম্বর বিদেশি নাগরিকের স্থানীয় এজেন্ট এসে নিরাপত্তা শাখা থেকে ব্যাগটি গ্রহণ করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও হারানো জিনিসপত্র যথাযথভাবে মালিকের নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।