শিরোনাম
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবু হানিফ খন্দকারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নেতৃবৃন্দ ।
ডা. শফিকুর রহমান বলেন, আবু হানিফ খন্দকার ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈ ছিলেন।
তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে।
শোকবার্তায় তিনি আরও বলেন, প্রিয় ভাই আবু হানিফ বহু বছর যাবৎ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
রক্ত জমাট বাঁধার কারণে তাঁর দুই পা কেটে ফেলতে হয়, তবুও তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী দুঃশাসনামলে তিনি ও আরও বহু শিক্ষক-কর্মকর্তা চাকরি হারান। তিনি সবার পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা করেন এবং ৫ আগস্টের পর সবাই চাকরিতে পুনর্বহাল হন।
রুয়ার লাইফ মেম্বার আবু হানিফ খন্দকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি ও রাবি সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি ও রাবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিন।
আজ রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আবু হানিফ খন্দকার। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ বেলা দেড়টায় রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর প্রথম জানাযা এবং বেলা আড়াইটায় জাতীয় বিশ্ববিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাযার নামাজ পরিচালনা করেন রুয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রুয়ার যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. কবীর উদ্দিন মিঠু, প্রচার ও জনসংযোগ সম্পাদক কামরুজ্জামান কোরবান, নির্বাহী সদস্য খায়রুজ্জামান সবুর, জীবন সদস্য অধ্যাপক ড. জামাল উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ মন্ডলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।