শিরোনাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুজ্জীবিত হওয়ায় ৩৩ বছর পর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত ঐতিহাসিক জাকসু নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হয়েছে।
নব-নির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
অধ্যাপক কামরুল আহসান আরো বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনা ধারণকারী নতুন নেতৃত্ব শিক্ষা ও গবেষণার অগ্রগতি, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নব-নির্বাচিত নেতৃবৃন্দের গঠনমূলক সকল উদ্যোগে পূর্ণ সহায়তা দেবে বলেও জানান তিনি।
নির্বাচিত নেতাদের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান উপাচার্য।
উপাচার্য সবাইকে সহনশীল ও প্রগতিশীল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সফলভাবে জাকসু নির্বাচন আয়োজনে সহযোগিতার জন্য তিনি নির্বাচন কমিশন, সকল প্রার্থী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।