শিরোনাম
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের একটি ঘটনাকে বাংলাদেশের বলে দাবি করে ছড়ানো ভিডিওটি ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে। তবে এটি বাংলাদেশের নয়, পাকিস্তানের ঘটনা।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির কিছু স্থিরচিত্র ইমেজ সার্চ করলে দেখা যায়, Rana Numan নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ জুলাই ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, পাকিস্তানের নারোওয়ালে চারজন অজ্ঞাত হামলাকারী প্লাস্টিকের পাইপ দিয়ে একজন ছাত্রকে মারধর করেছে। ভুক্তভোগীর নাম হামজা মুশতাক বলে পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়।
অযসধফ কযধহ ঈযধহফরধ নামক অন্য ফেসবুক অ্যাকাউন্টেও একই তথ্য পাওয়া গেছে। এছাড়া, Ahmad Khan Chandia নামক সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলে গত ৬ আগস্ট প্রচারিত ভিডিও থেকেও নিশ্চিত হওয়া যায়, ঘটনা পাকিস্তানের।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম এই দাবিটিকে মিথ্যা বলে শনাক্ত করেছে।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।