বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির গণসংযোগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ফতেপুর ইউনিয়নে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মির্জাপুরের ফতেপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা প্রচারে গণসংযোগ ও যুবসমাজের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।