বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩

সরকার গঠনের সুযোগ পেলে কল্যাণমুখী রাষ্ট্র গড়বে বিএনপি: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট পৌর শহরের আকনপাড়া মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: বাসস

ময়মনসিংহ, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কল্যাণমুখী রাষ্ট্র গড়বে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল জেলার হালুয়াঘাট পৌর শহরের আকনপাড়া মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদানের উদ্যোগ নেবে। এসব পরিকল্পনার কথা দল ইতোমধ্যেই ঘোষণা করেছে। জনগণের কল্যাণ ও দেশরক্ষা ছাড়া বিএনপির অভিধানে অন্য কিছু নেই।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পালস বুঝে, তাদের পছন্দ-অপছন্দ ও ভালো-মন্দের প্রতি গুরুত্ব দিয়েই বিএনপির রাজনীতি করে। রাজনীতিকে ব্যবহার করে, অবৈধ পথে সুবিধা নিয়ে যারা আঙুল ফুলে কলাগাছ হতে চান, তাদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দরজা বন্ধ করে দিয়েছেন।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে নষ্ট করেছে। রাজনীতির নামে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাস চালিয়ে তারা নিজেদের জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। রাজনীতিতে সুদিন-খারাপ দিন থাকে। বিএনপির খারাপ দিন যেন না আসে, সেজন্যে তারেক রহমান রাজনীতিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রামের পাশাপাশি নেতাকর্মীদের কল্যাণমূলক কাজে যুক্ত করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের তারেক রহমান কখনো ক্ষমা করেননি। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিয়েছেন। এটিই রাজনীতিতে পরিবর্তনের দৃষ্টান্ত।

সম্মেলনে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন তাজিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক ইসহাক আলী মাস্টার, হুমায়ূন কবীর, মনিরুজ্জামান স্বাধীন, শামসুল আলম শামস, সিদ্দিক মোল্লা, অনোয়ার হোসেন, হামিদুর রহমান ও মখলেসুর রহমান।

সম্মেলনে নুরুল হককে সভাপতি, ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে সিনিয়র সহ-সভাপতি, সুলতান আহমেদকে যুগ্ম সম্পাদক এবং চাঁন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।