শিরোনাম
রাজশাহী, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মহানগরীতে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে নগর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নগরের বোয়ালিয়া মডেল থানাধীন কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯) ও একই থানার ঘোষপাড়া এলাকার মৃত রজব আলির ছেলে আরিফ রায়হান হৃদয় (৩০)।
পুলিশ জানায়, নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় এই আসামিরা। এ ঘটনায় নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।