শিরোনাম
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে গরিব ও অসহায় রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে মুহাম্মদ ফাউন্ডেশন।
রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করা হবে, যাতে ধনী-গরীব নির্বিশেষে সবাই সমানভাবে উন্নত চিকিৎসা পান।
আফাজ উদ্দিন হুইল চেয়ার বিতরণকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে আসছে। জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া দলের লক্ষ্য।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় স্বাস্থ্যসেবার বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত আছে। ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। বিশেষ করে উত্তরার এই কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল গণঅভ্যুত্থানের সময় হাজারো মানুষকে চিকিৎসা দিয়েছে। আমরা এ হাসপাতালের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা দিতে পারবো।
এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াদুদ, সার্জারি বিভাগের প্রধান ডা. মো. নাহিদ সিকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী ও আওলাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গতকাল ছিল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে তাকে ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে তৎকালীন সেনাসমর্থিত সরকার গ্রেফতার করে। পরের বছর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর আদালতের নির্দেশে সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর থেকে দিনটি বিএনপিসহ বিভিন্ন সংগঠন কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।