শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাস্থ্য খাতের সঙ্গে পুনরায় সম্পৃক্ত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবি’র স্বাধীন মূল্যায়ন বিভাগের (আইইডি) একটি নতুন মূল্যায়ন অনুসারে, এই গতি আরো জোরদার করতে এবং স্বাস্থ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতি কার্যকরভাবে সাড়া দিতে এডিবি’কে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা প্রদানের জন্য তার স্বাস্থ্য কৌশলগত কাঠামো হালনাগাদ করা উচিত।
আইইডি’র মহাপরিচালক (ডিজি) ইমানুয়েল জিমেনেজ বলেন, ‘মহামারির সময় দ্রুত সম্পদ সংগ্রহ এবং বিভিন্ন খাতে সমন্বয় করার ক্ষেত্রে এডিবি’র সক্ষমতা তার কার্যক্রমের প্রতিক্রিয়াশীলতার একটি সুস্পষ্ট প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘একইসঙ্গে আমরা দেখছি যে, উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ক্রমশ অগ্রাধিকার পাচ্ছে এবং তা দেশভিত্তিক কৌশলে প্রতিফলিত হতে শুরু করেছে। এটি একটি মূল্যবান সুযোগ, যার ওপর ভিত্তি করে অগ্রগতি অর্জন সম্ভব।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অঞ্চলটি ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যার মধ্যে রয়েছে শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস এবং টিকাদান কর্মসূচির সম্প্রসারণ।
তবে, স্বাস্থ্য ঝুঁকির বিবর্তন ঘটেছে। দেশগুলো এখন অসংক্রামক রোগ বৃদ্ধি, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবার সার্বজনীন প্রবেশাধিকারের জন্য জনগণের ক্রমবর্ধমান চাহিদা এবং বয়স্ক জনসংখ্যার মতো সমস্যার মুখোমুখি।
কোভিড-১৯ মহামারি এসব দুর্বলতা আরও স্পষ্ট করেছে এবং বৈষম্য বাড়িয়েছে। এতে দেখা গেছে, ভবিষ্যতের মহামারি মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি জনসংখ্যাগত এবং মহামারি সংক্রান্ত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা জরুরি প্রয়োজন।
প্রতিবেদনটির টিম লিডার ইউংজি কিম বলেন, ‘আমাদের মূল্যায়নে দেখিয়েছে, সাম্প্রতিক মহামারিতে এডিবি শক্তিশালী ভূমিকা রেখেছে। তবে এর বিদ্যমান নীতি ও কার্য প্রক্রিয়া বর্তমান এবং ভবিষ্যতের জটিল স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট নয়।’
তিনি আরো বলেন, ‘এডিবি’র ক্রমবর্ধমান ভূমিকাকে সঠিকভাবে পরিচালনার জন্য একটি স্পষ্ট, হালনাগাদ কৌশলগত কাঠামো অত্যাবশ্যক।