শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৬ বছরের দুঃশাসনের দায়ে তাকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচার করতে হবে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৪৬টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে তিনি আজ বৃহস্পতিবার এসব কথা বলেন। পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল (পিএসআই) এই কনফারেন্সের আয়োজন করে।
কনফারেন্সে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুরসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশ প্রতিনিধি নাজমুল হাসানের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং অনেকেই পরে তার সঙ্গে পৃথক আলোচনায় বসেন।
নাজমুল হাসান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা-শ্রমিক ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে নেমেছিল। এই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ ও জিহাদসহ অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেটাই এখন তারুণ্যের শপথ।
নাজমুল হাসান গণ-আন্দোলনে সংঘটিত সহিংসতা ও গুম-নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের কাছে বিচার দাবি করেন।
তিনি বলেন, ‘আমরা চাই, এই অপরাধের আন্তর্জাতিক তদন্ত হোক। দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার নিশ্চিত হোক। বাংলাদেশকে আর অন্ধকারে রাখা যাবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আরও বলেন, আগামী প্রজন্মের তরুণদের হাতেই বাংলাদেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্ভর করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন এই তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে হবে।
নাজমুল হাসানের বক্তব্যে উঠে আসে একটি তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলনের স্পষ্ট রূপরেখা যেখানে দমন-পীড়নের বিরুদ্ধে গণজাগরণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান ছিল মুখ্য।