বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

জাকসু’র ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টায় শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি ভোট দিয়েছেন। কমিশন আশা করছে, মধ্যরাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, আজ সকাল ৯টায় ২১টি কেন্দ্রের ২২৪টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। এরমধ্যে ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি আবাসিক হলে ভোট কেন্দ্র স্থাপন করা হয়।

জাকসু নির্বাচনে এবার প্রথমবারের মতো ব্যালটে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

৩৩ বছররের অচলাবস্থা কাটিয়ে এবার জাকসু নির্বাচন হচ্ছে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ১ হাজার ৫শ’ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।