শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় হলো সংসদ।
তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ হলো সংসদ। সংবিধান এমনভাবে সংশোধন করা উচিত নয় যা পরে প্রশ্নবিদ্ধ হতে পারে।’
সিনিয়র এই বিএনপি নেতা আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সালাহউদ্দিন আরও বলেন, ‘বাস্তবে একটি স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার এবং স্বাধীন গণমাধ্যম-এই চারটি বিষয়ই সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ষাকবচ হবে। ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পরও আমরা গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি, যা এখন বড় চ্যালেঞ্জ।’
বিএনপি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।