শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বুধবার দিবাগত রাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে ।
স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে।
অভিযোগ রয়েছে, মিঠুর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।