বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭

কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের

বুধবার রাতে মঈন খানের গুলশানের বাসভবনে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান কূটনীতিকদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।

বুধবার রাতে তার গুলশানের বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া ও ভুটানের হাইকমিশনাররাও এতে অংশ নেন।

এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।