বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সুশাসন নিশ্চিত হলে রাষ্ট্র পরিচালনায় এবং সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে। সুশাসনের ঘাটতির কারণে মানুষ অধিকার বঞ্চিত হয় এবং দুর্নীতি বাড়ে। 

বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় প্রশাসন চট্টগ্রামের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি আয়োজিত ‘টেক্সই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা করতে হবে।

কর্মশালায় বিভাগীয় পর্যায়ের ৪৫টি সরকারি দপ্তরের দপ্তর প্রধান ও বেসরকারি পর্যায়ের ১০টি প্রতিষ্ঠান প্রধান/ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসে সুশাসন নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে কমিশনার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নুরুল্লাহ- নূরী বলেন, আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই হচ্ছে দেশপ্রেম। তিনি সবাইকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। কর্মশালা পরবর্তীতে দপ্তরসমূহকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরীর আহ্বান জানান তিনি।

সনাক-টিআইবি চট্টগ্রাম’র সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন- সনাক’র সাবেক সভাপতি এডভোকেট আখতার কবির চৌধুরী।

কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, দুদকের বিভাগীয় পরিচালক মোহা. আবুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মো. আবদুস ছালাম, ঘাসফুল’র উপ-পরিচালক সাদিয়া রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী কাজী শফিকুর রহমান প্রমুখ।