বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৪

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

ছবি : বাসস

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি বোটসহ ছয়জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন টেকনাফ থানার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। পরে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বোট এবং ছয়জন পাচারকারীকে আটক করা হয়।