বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীমের ওপর হামলার মিথ্যা ভিডিও শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৯ সেপ্টেম্বর,  ২০২৫ (বাসস) : ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলা হয়েছে দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ডাকসু’র ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলার দাবিটি মিথ্যা, ব্যবহৃত ছবিটি পুরোনো।  ভোট শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলা হয়েছে দাবি করে হাঁটু ও হাতে ব্যান্ডেজ বাধা শামীম হোসেনের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভোট শুরু আগে শামীম হোসেনের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার। অনুসন্ধানে শামীম হোসেনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ জুন ‘ডেঙ্গু+দুর্ঘটনা আর কী কী কপালে আছে কে জানে’ ক্যাপশনে প্রকাশিত পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

এই পোস্টের ক্যাপশন পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, সে সময় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকারও হয়েছিলেন।

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলা হয়েছে দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।