শিরোনাম
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে।
আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসস’কে আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীতে মিছিল বের করে দেশকে অস্থিতিশীল করার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।