শিরোনাম
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে গত শুক্রবার জুমার পর ঝটিকা মিছিল করার অভিযোগে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আমির হামজাসহ ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব কাজী, রূপনগর থানা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ ও ছাত্রলীগের কর্মী রেজওয়ান হালদার।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ের নাবিস্কো থেকে তিব্বত এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল করে । মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।