শিরোনাম
ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলশান থানাধীন বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত নেক্সাস ক্যাফে প্লাস রেস্টুরেন্টে অবৈধ মাদকদ্রব্য সীসা বিক্রির অভিযোগে গ্রেফতার সেলিম প্রধানসহ ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন-মো. রাকিবুল ইসলাম রাফি (২৫), সুমন (৩৯), মো. তৌফিকুল ইসলাম (২৫), মো. রিফাত হাসান (২৫), মো. রবিউল হাসান (২৫), মিনহাজুর রহমান তাজবীর (২১), মো. মেহেদী হাসান (২৬) ও মো. সাইমুম ইসলাম (২৫)।
আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গুলশান থানার বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত নেক্সাস ক্যাফে প্লাস রেস্টুরেন্টে অবৈধ মাদকদ্রব্য সীসা বিক্রয় করা হচ্ছে। এসময় গুলশান থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করে।
আসামিদের গ্রেফতারের সময় সেখান থেকে ৬ কেজি ৭০০ গ্রাম কথিত সীসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।