বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০

হাতিরঝিল থানার বিটিসিএল কলোনি এলাকায় মশক নিধন কর্মসূচি

আজ হাতিরঝিল থানার বিটিসিএল কলোনি এলাকায় মশক নিধন কর্মসূচি। ছবি : বাসস

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিটিসিএল কল্যাণ সমিতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে রাজধানীর হাতিরঝিল থানার বিটিসিএল কলোনি এলাকায় মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক, বিটিসিএল কল্যাণ সমিতির নেতা মো. হানিফের সভাপতিত্বে আজ এ কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, বিটিসিএল কল্যাণ সমিতির সভাপতি মো. মঞ্জুসহ এলাকার ব্যক্তিবর্গ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।