বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১

শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):  ‎‎‎নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

পাভেলকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে আসামিরা গুলি চালায়।এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম,মেহেদী হাসান,ইডেন কলেজের শিক্ষার্থী সাম্মী আক্তারসহ অনেকে আহত হন। এঘটনায়  নিউমার্কেট থানার মাজেদুল ইসলামের চাচাতো ভাই গত বছরের ২৬ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।