বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬

হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মকবুল আহমেদ চৌধুরী। কোলাজ : বাসস

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা মকবুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। 

হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা মিডফোর্টের বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমেদ চৌধুরী সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রহী রেখে গেছেন।