শিরোনাম
ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন যত দেরি হবে, স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন আয়োজনের বিকল্প নেই।’
আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্ব সমাবেশ সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মজাদ্দেদ আলী বাবু।
ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, “ধর্মকে রাজনীতির নামে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটি একটি নৈতিক ও রাজনৈতিক অপরাধ। রাজনীতির কাজ হলো- একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে সব ধর্মের মানুষ সম্মানের সঙ্গে বসবাস করতে পারে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহীন রহমান এবং ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা।