শিরোনাম
ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে (৩১) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে আক্রমণকারীরা। এতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা মো. কবির হোসেন মৃধা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২৪ সালে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।