বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

দেশব্যাপী অভিযান : পলিথিন জব্দ ও জরিমানা

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওঁগা ও নীলফামারী জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ২টি মোবাইল কোর্টে ৩টি মামলার মাধ্যমে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়। একই দিনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরের কাকরাইল এলাকায় যানবাহনের মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জামালপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও পিরোজপুর জেলায় পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে মোট ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ড্রাইভারদের সতর্ক করা হয়।

এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে ঢাকার বসিলা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ২টি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের মালিকদের সতর্কবার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।