বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর প্রযুক্তি উদ্ভাবক নাবিলের পাশে তারেক রহমান

ছবি : বাসস

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক ও ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসের উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের গ্রামের বাড়িতে যান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কিশোর নাবিল এবং তার টিমের আরও দুই সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। গবেষণা কাজে মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। 

কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের সঙ্গে সাক্ষাৎকালে তার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর মাসুদ রানা লিটন ও শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। 

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান ও ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা মইনুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ একটি অ্যাপসের নাম। শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটি বহুমাত্রিক ডিজিটাল প্লাটফর্ম। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসটির উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায়। সেখানকার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাবিলের এ উদ্ভাবন দেখা যাবে বিশ্বমঞ্চে। আমেরিকা ও তুরস্কে দু’টি সম্মেলনে তার উদ্ভাবন প্রদর্শিত হবে।