শিরোনাম
চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের সকল মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ দিনে আমাদের সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারংবার দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আপোসহীন নেত্রী উল্লেখ করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে দিন কাটিয়েছেন। তবুও তিনি অন্যায়ের সাথে আপস করেননি। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি সব সময় আপোসহীনভাবে লড়ে গেছেন।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে বাস স্টেশন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কলেজ রোড, আদালত রোড, বাজার ঘাটা, থানা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ডাক্তার রফিকুল আলম, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমুখ।