বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

বিএনপি নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে : আমির খসরু

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে। 

তিনি আরো বলেন, ‘দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো। ১ কোটি বেকারকে চাকরির ব্যবস্থা করবো। যা আমাদের ৩১ দফায় ইতোমধ্যে বলা হয়েছে।’
 
আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশীপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। 

স্কুল অব লিডারশীপের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্কুল অব লিডারশীপের নির্বাহী সদস্য ও ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুনীরের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গোলাম রাব্বানী নয়ন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, চাঁদপুর বিশ্ববিদ্যালের ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ, স্কুল অব লিডারশীপের কোষাধ্যক্ষ বিপু চৌধুরী, স্কুল অব লিডারশীপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার, এক্সিকিউটিভ মেম্বার ব্যারিস্টার ফিরোজ হোসাইন ও লেবার কোর্টের মেম্বার তৌহিদুর রহমান, মেজর (অব.) সারোয়ার হোসাইন।

এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব লিডারশীপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের এবং স্কুল অব লিডারশীপের যুক্তরাজ্যের কনভেনর প্রফেসর ড. আলিয়ার হোসেন।
 
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এদেশ এগুতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেনি।’

তিনি বলেন, ‘বিপ্লব পরবর্তী যে সকল দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে। হাসিনার পালিয়ে যাওয়ার পর এক বছর সময় হয়ে গেছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোনো উপায় নেই।’

আমির খসরু বলেন, ‘গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না।’
 
তিনি আরো বলেন, ‘দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই।  আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি।’
 
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলে ছাত্ররা ঘোষণা দিয়েছিল। এক বছর পরও তা বাস্তবায়নের চিত্র পরিলক্ষিত হয়নি। কিন্তু বিএনপি’র ৩১ দফায় ইতোমধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোকপাত করা হয়েছে।’
  
তিনি আরো বলেন, ‘হাসিনাকে মানুষজন ক্ষমতায় অমরত্ব দিয়েছিল। সে নিজেও ভেবেছিল ক্ষমতা ছাড়া লাগবে না। কিন্তু তার বাজেভাবে পতন হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক প্রতিবন্ধকতা সামনে। এসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে সামনে এগোতে হবে।’
  
তিনি আরো বলেন, ‘গণভবনকে হাসিনা স্বৈরাচারের আঁতুড়ঘর বানিয়ে রেখেছিল। আমাদের ছেলেরা স্বৈরাচারের আঁতুড়ঘর ভেঙে চুরমার করে দিয়েছে।’
 
সেমিনারে বক্তারা বলেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফা হলো রাজনীতির নতুন বন্দোবস্ত। গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে এটাই গণতন্ত্র না।’