বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৮

রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

অভিযানে মহিউদ্দিন (৩৬), ফয়সাল  (৩০), তামিম (২৩), আল আমিন (৩২), জিলানী (২৯), জাফর  (৩১), সাফায়েত (২০), আতিকুল ইসলাম (২০), শাকিব (২০), হাফিজ মোল্লা (৩২), ফিরোজ (২৮), নুর মোহাম্মদ (২৬), ইসমাইল (১৮), সবুজ (৩৫) ও সুজন (২০)সহ ৫০ জনকে গ্রেফতার করা হয়। 

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার উক্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি মামলা ও নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।