বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬

সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করার নির্দেশ ইসির 

নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করে ইসি সচিবালয়কে অবহিত করার নির্দেশ প্রদান করা হয়েছে। 

গতকাল সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘প্যানেল প্রস্তুতির ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯(১) (১৭) অনুচ্ছেদ অনুসরণ করতে বলা হয়েছে। তাছাড়া, যেসকল কর্মকর্তা/কর্মচারী/শিক্ষক/শিক্ষিকা সম্পর্কে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে, তাদেরকে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োগের উদ্দেশ্যে প্যানেলভুক্ত করা যাবে না।’ 

এছাড়া কোনো রাজনৈতিক দলের সদস্যকে কোনো অবস্থাতেই প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না।

ভোটগ্রহণকারী কর্মকর্তার প্যানেল প্রস্তুত করার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের কর্মদক্ষতা, সততা, সাহস এবং নিরপেক্ষতার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্যানেলে অন্তর্ভুক্তির সময় প্রয়োজনে ব্যক্তিগত বিষয়াদি যেমন, তার বয়স, শারীরিক ও মানসিক অবস্থা বা অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে তালিকায় চিহ্নিত করে রাখতে হবে। 

মহিলা ভোটকেন্দ্রে ভোটগ্রহণের উদ্দেশ্যে যথাসম্ভব মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের জন্য প্যানেলে পর্যাপ্ত সংখ্যক মহিলা শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী অর্ন্তভুক্ত করতে হবে।

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্যানেল ছাড়াও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, নিয়ন্ত্রণ কক্ষ, নির্বাচনি তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র, ভোটকেন্দ্র বা ভোটগ্রহণের পরিবেশ-পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ ও অন্যান্য কার্য সম্পাদনের জন্য একটি পৃথক প্যানেল প্রস্তুত করতে হবে।