বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭

টঙ্গীতে ছিনতাই রোধে মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট স্থাপন

গাজীপুর, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুরের টঙ্গীতে ছিনতাই প্রতিরোধে মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে র‌্যাব-১। সোমবার বিকেল থেকে এই চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। 

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, এখন থেকে ছিনতাই রোধে মহাসড়কে নিয়মিত র‌্যাবের চেকপোস্ট ও টহল অব্যাহত থাকবে।  

তিনি বলেন, টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় বিআরটি ফ্লাইওভারে ছিনতাই রোধে র‌্যাবের পক্ষ থেকে নিয়মিত চেকপোস্ট ও টহল জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় চিহ্নিত মাদক স্পটগুলোতেও র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে।