বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

শেখ হাসিনা ১৫ বছর ধরে দেশকে পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন : রুহুল কবির রিজভী

ছবি : বাসস

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীতাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ১৫ বছর ধরে বাংলাদেশকে নিজের পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। তারা যা খুশি তাই করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল স্টুডেন্টস ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ তাদের শাষণ আমলে অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে অভিযোগ করে রুহুল কবির রিজভী আরো বলেন, আমরা এখনও মাঝে মাঝে তাদের লুটপাটের প্রমাণ পাই। সম্প্রতি শুনেছি যে, ১.৭ ট্রিলিয়ন টাকা পাচার হয়েছে এবং এখন শুনছি যে, শেখ হাসিনা ২.২ ট্রিলিয়ন টাকা পাচার করেছেন। আওয়ামী লীগ এমনকি তাদের সমর্থক অর্থনীতিবিদরাও কখনও বলতে পারেননি যে, বিএনপি’র পাঁচ বছরের শাসনামলে কোন বিশাল অঙ্কের অর্থ পাচার হয়েছে।

তারেক রহমানের মুক্তিবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দিনটির রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে কারণ তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেন, যা তাদের বিরোধীরা মেনে নিতে পারেনি।

বিএনপির সিনিয়র নেতা বিগত সময়ে জাতীয় পার্টির ভূমিকার সমালোচনা করে বলেন, গত ১৬ বছর ধরে তারা আওয়ামী ফ্যাসিবাদকে রক্ষা করার সহযোগী হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।