শিরোনাম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২৩ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন।
এ সময় একটি নাইন এমএম বিদেশী পিস্তল, দু’টি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড ২২ বোর পিস্তলের গুলি, দু’টি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।