শিরোনাম
খুলনা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সেতু ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ছিলেন।
র্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মারুফ পরিচয় নিশ্চিত করেছেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল নীল রঙের প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ও ফুলে গিয়েছিল।
খবর পেয়ে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। র্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান।
এসআই বেল্লাল হোসেন আরও বলেন, সন্ধ্যা ৭ টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্টের ওপর একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ লাশ শনাক্ত করে। পরে সাংবাদিক বুলুর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।