বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ২১:৪৮

নওগাঁয় ১৩০ বছর বয়সী তফের আলির পাশে তারেক রহমান

ছবি: বাসস

নওগাঁ, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের ১৩০ বছর বয়সী তফের আলি মন্ডলের পাশে দাঁড়িয়েছেন। তিনি জীর্ণ-শীর্ণ কুঁড়েঘরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

তারেক রহমানের নির্দেশে মান্দা উপজেলা বিএনপি সভাপতি ও দলের কেন্দ্রীয় সদস্য আবদুল মতিন তফের আলির বাড়িতে যান এবং ইটের ঘর নির্মাণ, প্রতিদিন তিন বেলা খাবার এবং চিকিৎসার খরচের দায়িত্ব গ্রহণ করেন।

সম্প্রতি ১৩০ বছর বয়সী তফের আলি মন্ডলের গল্পটি মিডিয়ায় প্রকাশিত হলে তা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি সিদ্ধান্ত নেন তফের আলির পাশে দাঁড়াবেন।

হাড্ডিসার দেহ, চলার শক্তি নেই বললেই চলে। ঘরে নেই খাট বা চৌকি। স্যাঁতসেঁতে মাটিতে বিছানা পেতে রাত কাটে তার। ১১ সন্তানের জনক এই বৃদ্ধ বর্তমানে বসবাস করছেন রাস্তার পাশে সরকারি জমিতে নির্মিত মরিচা ধরা টিনের বেড়া ও ছাউনি দিয়ে তৈরি এক নড়বড়ে ঘরে।

দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে এমন দুর্দশার মধ্যেই দিন পার করছিলেন তফের আলী মণ্ডল। সরকারি বা বেসরকারি পর্যায় থেকে আজও কোনো সহায়তা পাননি তিনি।

গতকাল (শনিবার দুপুরে) বিএনপি নেতা আবদুল মতিন লক্ষ্মীরামপুর গ্রামে গিয়ে তফের আলি মন্ডলের জীবনযাপন সরাসরি প্রত্যক্ষ করেন।

এরপর তিনি বৃদ্ধ তফের আলি মন্ডলের জন্য একটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন। আজ সকাল প্রায় ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে ঘরের নির্মাণকাজের উদ্বোধন করেন। 

শুধুমাত্র ঘর নির্মাণেই সীমাবদ্ধ না থেকে, তিনি বৃদ্ধ তফের আলি মন্ডলের খাদ্য, চিকিৎসা এবং সকল খরচ বহনেরও প্রতিশ্রুতি দেন।

তফের আলি মন্ডল জানান, জীবিকা নির্বাহের কারণে তার ৮ ছেলে থেকে ৭ জনই বিভিন্ন এলাকায় আলাদা বসবাস করছেন। আর ৩ মেয়ে তাদের স্বামীর বাড়িতে রয়েছেন। তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তার পাশে দেখভাল করার কেউ নেই। এক সময়ে তার কনিষ্ঠ ছেলে আইনাল হক-এর বাড়িতে ছিলেন, কিন্তু পুত্রবধূর সঙ্গে বনিবনা না হওয়ায় সেই আশ্রয়ও হারাতে হয় তাকে। এখন রাস্তার ধারে একটি অন্ধকার ঘরে একাকী দিন কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘প্রতিদিন ভ্যানে চড়ে পাশের বানডুবি বাজারের একটি হোটেলে গিয়ে খাওয়া-দাওয়া করি। এভাবেই জীবন চলছে, আর মৃত্যুর প্রহর গুনছি। হঠাৎ বিএনপির লিডার আব্দুল মতিন আমার বাড়িতে এলেন। আমার অবস্থা দেখে ঘর করে দিচ্ছেন, খাবারের ব্যবস্থাও করছেন। এমনকি চিকিৎসাও করিয়ে দেবেন বলেছেন। তাই তিনি আল্লাহর কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপি সভাপতি আবদুল মতিনের জন্য দোয়া করেন।’