বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১৭:১৬
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৭:২৭

পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলা: মির্জা ফখরুলকে অব্যাহতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : ‎পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছে আদালত।

আজ রোববার উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন।

ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন রমনা থানার পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিল চেয়ে উচ্চ আদালতে যান তার আইনজীবী। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত।