বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১২:৩১

পল্টনে ডিবি পরিচয়ে ডাকাতি: কনস্টেবলসহ গ্রেফতার ৬

খাইরুল রানা ওরফে শিমুল (৪৬)সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। ছবি :বাসস

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত কোটি টাকার ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬)সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুরে প্রায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মো. সাইদুর রহমানের দোকানে প্রবেশ করে। তারা ম্যানেজার ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে লকার থেকে ৪৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়।

তদন্তে নেমে র‌্যাব-৩ এর একটি দল ২৯ আগস্ট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মূল আসামি ও চাকরিচ্যুত কনস্টেবল খাইরুল রানাকে গ্রেফতার করে। 

পরে, তার দেওয়া তথ্য অনুযায়ী ৩০ আগস্ট মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো— আব্দুল মান্নান, শাহিদুর রহমান, আব্দুল্লাহ, নয়ন মিয়া ও রুবেল। 

র‌্যাব-৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।