বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৮

ডা. আমান উল্লাহর পিতার মৃত্যুতে ইউট্যাবের শোক

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর সদস্য ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পিতা মাহমুদ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক শোকবার্তায় বলেন, ‘বিশিষ্ট চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাত দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।’

পেশাগত জীবনে মাহমুদ উল্লাহ রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও পরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।