বাসস
  ৩০ আগস্ট ২০২৫, ২১:০১

আওয়ামী লীগের শরিক ১৪ দল নিষিদ্ধের দাবি জানালেন হামিদুর রহমান আযাদ

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

এছাড়া  অবিলম্বে সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলাকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলীয় নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার  জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ প্রচলিত পদ্ধতির পরিবর্তে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচন চায়। বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, দেশের ৭১ শতাংশ জনগণ এই পদ্ধতি সমর্থন করে। তিনি সতর্ক করে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নুরুল হক নুরের ওপর হামলার মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের মুখোশ উন্মোচিত হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন বলেন, নুরুল হক নুর যদি অপরাধ করে থাকতেন তবে আইনগতভাবে আটক করা যেতো, কিন্তু হামলা অমানবিক ও অগ্রহণযোগ্য। 

ঘটনাস্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ পেলেও নুরুল হক নুরকে টার্গেট করে হামলা চালানো হয়েছে অভিযোগ করেন তিনি।

জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের পরিচালনায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মো. শামসুর রহমান। 

এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।