বাসস
  ৩০ আগস্ট ২০২৫, ১৯:০৩

চট্টগ্রামে জাপা নেতাদের গ্রেফতারের দাবিতে সিএমপি ঘেরাও

শনিবার চট্টগ্রামে জাপা নেতাদের গ্রেফতারের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করে সিএমপি। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারী জাতীয় পার্টির কর্মী, হত্যাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়াস্থ হেড কোয়ার্টার ঘেরাও করেছে গণঅধিকার পরিষদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। সিএমপির পক্ষ থেকে আসামিদের গ্রেফতারের আশ্বাসে ঘেরাও কর্মসূচি শেষ করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বেলা ২টায় তারা এ ঘেরাও কর্মসূচি পালন করে।

এর আগে ঢাকায় শুক্রবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দলটি একই দিন রাতে ও শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। তারই অংশ হিসেবে শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম নগরের ষোলশহর ২নং গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত সড়ক ব্লকেড কর্মসূচি চলাকালে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিডিএ এভিনিউর জিইসি, ষোলশহর রেল স্টেশন, মুরাদপুর, বায়েজিদ বোস্তামী সড়কের টেক্সটাইল মোড় পর্যন্ত সড়কে কয়েকশত গাড়ি আটকা থাকে। বাস, টেম্পো ও অন্যান্য পরিবহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ২ নং গেট মোড়ের সমাবেশ শেষে দামপাড়া পুলিশ লাইন্স সিএমপি কার্যালয় ঘেরাও করে। এসময় তারা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠসহ বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। যদি দাবি পূরণ না হয় আমরা কঠোর কর্মসূচি পালন করবো। এতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর জন্য সরকার ও প্রশাসন দায়ী থাকবে। আমরা এ বিষয়টি জানিয়ে দিতে এখানে ঘেরাও কর্মসূচি পালন করেছি।’

ঘেরাও কর্মসূচি চলাকালে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে আশ্বস্ত করেন সিএমপির ডিসি (দক্ষিণ) আমিরুল ইসলাম। এরপর ঘেরাও কর্মসূচি শেষ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ স্থায়ী কমিটির সদস্য জসিম উদ্দিন আকাশ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কামরুন নাহার ডলি, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা লোকমান হোসেন, এবি পার্টির স্থায়ী কমিটির সদস্য লোকমান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সদস্য নুসরাত জাহান পিন্টি, জাতীয় নাগরিক পার্টি সদস্য আজগর আলীসহ বিভিন্ন সংগঠনের ছাত্র প্রতিনিধিরা।