বাসস
  ২৯ আগস্ট ২০২৫, ২০:১১

হাওর মহাপরিকল্পনা হালনাগাদের জন্য পরামর্শ আহ্বান

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার জন্য  সমন্বিত সমীক্ষার খসড়া প্রতিবেদনের ওপর মতামত আহ্বান করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।

আজ শুক্রবার পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ‘হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার জন্য সমন্বিত সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনের (হালনাগাদকৃত হাওর মহাপরিকল্পনা) খসড়া সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থাসহ সর্বসাধারণের মতামতের  জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (dbhwd.gov.bd) গত ২৪ আগস্ট প্রদর্শন করা হয়েছে। 

এ খসড়া প্রতিবেদনের বিষয়ে কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা বা কোনো ব্যক্তির কোনো মতামত বা পরামর্শ থাকলে তা আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে ফনযফি[email protected] এ ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। 

এ ছাড়া ডাকযোগে মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা এ ঠিকানায় মতামত পাঠানো যাবে।