শিরোনাম
চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে পজিটিভ আসা কেউ প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে ডোপ টেস্টের ফলও দিতে হবে।
চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেন, চাকসুর তফসিলে ডোপ টেস্টের কথা উল্লেখ করা হয়নি। তবে ডোপ টেস্টের ফল জমা দিতে হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ডোপ টেস্টের ফলাফল শুধু প্রার্থী জানতে পারবেন, অন্য কাউকে জানানো হবে না। এটি গোপন থাকবে। মনোনয়নপত্র নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এ পরীক্ষা করাতে হবে। এক্ষেত্রে ৩৭৫ টাকা ফি দিতে হবে প্রার্থীকে। হল সংসদের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা ও কেন্দ্রীয় সংসদের ফরমের জন্য ৩০০ টাকা করে দিতে হবে প্রার্থীদের। অর্থাৎ প্রার্থী হতে একজন শিক্ষার্থীকে ৫৫০ থেকে ৬৫০ টাকা দিতে হবে। ডোপ টেস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।
কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ডোপ টেস্ট ও মনোনয়নপত্রের ফি পরিবর্তন হতে পারে। কোনো শিক্ষার্থী যদি কোনো ওষুধ খাওয়ার জন্য ডোপ টেস্ট পজিটিভ হয় তাহলে আমরা তার এ ফল বিবেচনা করব। এর বাইরে চাকসুু সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।