বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১৯:২৩

সারা দেশে পরিবেশ অধিদপ্তরের একযোগে বিশেষ অভিযান

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : পরিবেশ অধিদপ্তর আজ সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় নিষিদ্ধ পলিথিন জব্দ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ অর্থ জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর এই বিশেষ অভিযান পরিচালনা করে।

চাঁদপুর, পিরোজপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও ঢাকা মহানগরের দারুস সালাম ও চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ছয়টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়টি মামলায় ২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ হাজার ২৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়। অভিযানে কয়েকটি বাজার, সুপারশপ ও দোকানে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে সিরাজগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায় ছয়টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২১টি মামলায় ২৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একইসঙ্গে কয়েকজন গাড়িচালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী, পুরাতন ব্যাটারি হতে সীসা নিঃসরণ ও টায়ার পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, সাভার ও ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় দু’টি মামলায় ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। 

চাঁপাইনবাবগঞ্জ ও সাভারে বায়ুদূষণকারী ও অবৈধ পাঁচটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা মহানগরের মিরপুর এলাকায় অবৈধ কারখানার বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করে পাঁচটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।